বিভাগগুলি

আমাদের কথা

সমাজের জন্য বিজ্ঞান
মানুষের জন্য বিজ্ঞান
চিন্তার ক্ষেত্রে বিজ্ঞান

ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি

বিজ্ঞান, সংস্কৃতি ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রতি দায়বদ্ধ স্বেচ্ছাসেবী সংস্থা


জনমানসে বিজ্ঞানচেতনা ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গী গড়ে তোলার অঙ্গীকার নিয়ে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির যাত্রা শুরু হয়েছিল 1995 সালে, একটি সারা বাংলা বিজ্ঞান সম্মেলনের মধ্য দিয়ে। এটি ওয়েস্ট বেঙ্গল সোসাইটিস্ রেজিস্ট্রেশন অ্যাক্ট, 1961 অনুযায়ী রেজিস্ট্রীকৃত (রেজিস্ট্রেশন নং এস/ 86180, বর্ষ 1996-97) একটি স্বেচ্ছাসেবী সংস্থা। বর্তমানে ভারতের বেশিরভাগ রাজ্যেই এর বিস্তৃতি, ২০১৪ সালের অক্টোবর মাসে ব্যাঙ্গলোরে অনুষ্ঠিত সারা ভারত বিজ্ঞান সম্মেলনের মধ্য দিয়ে এটি বর্তমানে একটি সর্বভারতীয় বিজ্ঞান সংস্থায় পরিণত হয়েছে।

লক্ষ্য ও উদ্দেশ্য

  1. বিজ্ঞানের বিভিন্ন শাখায় নানা আবিষ্কার ও অগ্রগতির ব্যাখ্যা, প্রচার ও লোকপ্রিয়করণ
  2. সঠিক বিজ্ঞানভিত্তিক যুক্তিশীল চিন্তাপদ্ধতি গঠন
  3. অবৈজ্ঞানিক ধারণা, কুসংস্কার, জ্যোতিষ, ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা, অস্পৃশ্যতা, জাতিভেদ ও অন্যান্য গোঁড়ামির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি
  4. বিজ্ঞানের ইতিহাস ও দর্শনগত বিষয়ের অনুশীলন
  5. বিজ্ঞানের প্রয়োগের সকল ক্ষেত্রে নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধের চর্চা
  6. বিজ্ঞান শিক্ষা ও শিক্ষার সঠিক পদ্ধতি নিরূপণ ও প্রচলন
  7. ধর্মনিস্পৃহ, বৈজ্ঞানিক ও গণতান্ত্রিক শিক্ষাপদ্ধতি প্রবর্তনের পক্ষে প্রচার ও আন্দোলন পরিচালনা
  8. মানবকল্যাণের উদ্দেশ্যে বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণা, বিকাশ ও প্রয়োগ সম্পর্কে সঠিক ও জনমুখী সরকারি নীতি গ্রহণের দাবিতে জনমত গঠন ও আন্দোলন পরিচালনা
  9. প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ ও সামাজিকীকরণ এবং সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ রক্ষার লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তির যথাযথ প্রয়োগের দাবিতে আন্দোলন গড়ে তোলা
  10. মানুষকে ধ্বংস করার উদ্দেশ্যে বিজ্ঞানের অপপ্রয়োগের বিরুদ্ধে জনমত গঠন ও আন্দোলন গড়ে তোলা

কাজকর্ম

গত কয়েক বছর ধরে উল্লিখিত ক্ষেত্রগুলি ছাড়া এই সংগঠন আরও যেসব কাজে ব্যাপৃত আছে তার কয়েকটি হল— 

  1. পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের পানীয় জলে যে ভয়াবহ আর্সেনিক দূষণ দেখা দিয়েছে তার নির্ণয় ও সমাধান
  2. জ্যোতির্বিজ্ঞানের জনপ্রিয়করণ— পূর্ণ-সূর্যগ্রহণ 1995, 1999 ও 2009 হেল-বপ্ ধূমকেতুর আগমন 1997. লিওনিড উল্কাবৃষ্টি 1998, শুক্রের সূর্য অতিক্রমণ 2004 ইত্যাদি মহাজাগতিক ঘটনা গণ-পর্যবেক্ষণ
  3. বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে সামগ্রিক বিজ্ঞানশিক্ষা
  4. প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ভূমিকম্প, সুপার-সাইক্লোন, সুনামি, আয়লা ইত্যাদি ঘটনায় বিপর্যস্ত মানুষের জন্য ত্রাণকার্য এবং এসব ঘটনার উপর বৈজ্ঞানিক অনুসন্ধান ও সম্ভাব্য প্রতিকার
  5. সুস্থায়ী কৃষি, ইত্যাদি।

আমরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, নগর, শহর, গ্রাম-গঞ্জে তৈরি হওয়া বিজ্ঞান ক্লাব/সংঘের মাধ্যমেও কাজ করে থাকি। এসব ক্লাবে বিজ্ঞানের বিভিন্ন কর্মসূচি রূপায়ণে আমরা সহায়তা করি।

'প্রকৃতি' পত্রিকা ও বিজ্ঞানের বিভিন্ন পুস্তক প্রকাশের সাথে সাথেই একই উদ্দেশ্য নিয়ে 1984 সাল থেকে সর্বভারতীয় ইংরেজি পত্রিকা BREAKTHROUGH নিয়মিত প্রকাশিত হয়। আপনার কাছে আবেদন এক সামগ্রিক বিজ্ঞান আন্দোলন গড়ে তোলার মহান উদ্যোগে যোগদান করুন, এই সংস্থার সভ্য হোন, এইসব পত্র-পত্রিকার গ্রাহক হোন এবং সবরকম উপায়ে আমাদের সাহায্য করুন।

প্রতি সোম, বুধ ও শনিবার বিকেল 5 টা থেকে আমাদের অফিস খোলা থাকে

ঠিকানা

8এ. ক্রিক লেন,
কলকাতা - 700014
পশ্চিমবঙ্গ, ভারত
Website: www.breakthroughindia.org.